নীহারিকা কিভাবে সৃষ্টি হয়? নীহারিকা থেকে তারা কিভাবে তৈরি হয়
নীহারিকা ছবি । হ্যালো বন্ধুরা মহাকাশে সবথেকে আকর্ষনীয় সুন্দর বস্তু হল নীহারিকা বা নেবুলা।নীহারিকা হচ্ছে এক প্রকার মহাজাগতিক মেঘ।এই বিশেষ মেঘ গঠিত হয় ধুলো ও গ্যাসের মিশ্রণে।প্রাচীনকালে মহাকাশ পর্যবেক্ষকরা আমাদের ছায়াপথের মিলকিওয়ের বাইরে অবস্থিত মহাকাশের সমস্ত জ্যোতির্বিজ্ঞান বিষয়ক বস্তু নীহারিকা বলে মনে করতেন । এমনকি আমাদের প্রতিবেশী ছায়াপথ Andromeda Galaxy কেও ছায়াপথ না বলে নীহারিকা বলে ডাকা হতো । বিশশ্বতাদিতে শক্তিশালী টেলিস্কোপ এর মাধ্যমে পর্যবেক্ষণের ফলে এই ধরনের ইতি ঘটে । নীহারিকা গঠন গ্রহ-নক্ষত্রের সৃষ্টি তে এর ভূমিকা বিচিএ রকম প্রভতি কারণে এরা জ্যোতিবিজ্ঞানীদের কাছে ব্যাপক কৌতূহল আগ্রহের বস্তু । সেই আগ্রহের বস্তু নিয়ে আজ আমরা জানবো । নীহারিকা কিভাবে গঠিত হয়? জ্যোতিবিজ্ঞানীরা বলেছেন মহাকাশকে শূণস্থানকে শূণ বলা হলেও সেখানে আদতে নিরবিচ্ছিন্ন শূন্যতা বিরাজ করে না । মহাশূন্যে থাকা গ্যাস ও ধূলিকণা যাদের একত্তে Interstellar medium বলে ।এর শতকরা ৯৯ শতাংশ গঠিত হয় গ্যাস দিয়ে ।গ্যাসের শতকরা ৭৫ শতাংশ হাইড্রোজেন এবং ২৫% হিলিয়াম।গ্যাস গুলো চাজ পরমাণু অণু ...