ভারতের প্রথম মঙ্গল অভিযান ‘মম’ চিরতরে বিদায় নিল, ইসরো কি বলছে
ওয়েস্টার্ন ডেটা সায়েন্স: নিঃশব্দে বিদায় জানাল মঙ্গলযান ভারতের।যাত্রা শুরুর প্রায় এক দশক পর অবশেষে শেষ হল মঙ্গল গ্রহে ভারতের প্রথম অভিযান। রবিবার (২ অক্টোবর) মার্স অরবিটার মিশন’ বা সংক্ষেপে মম এর প্রপেলান্ট বা জ্বালানি ফুরিয়ে গিয়েছে। লাল গ্রহের কক্ষপথে তার ব্যাটারিকে আর জাগিয়ে তোলা যাচ্ছে না। তাই মনে করা হচ্ছে শেষ পর্যন্ত মহাকাশযানটির যাত্রা শেষ হয়েছে।কাজেই লাল গ্রহকে প্রদক্ষিণকারী মহাকাশযানটিকে ফের বাঁচিয়ে তোলা যাবে কি না সেই বিষয়ে জল্পনা থেকেই গিয়েছে। সত্যিকি মম মঙ্গলযান নিঃশব্দে বিদায় নিল তবে সংবাদ সংস্থা পিটিআইকে ইসরোর এক সূত্র জানিয়েছে যে, ভারতীয় মঙ্গলযানটিতে আর কোনও জ্বালানি অবশিষ্ট নেই। স্যাটেলাইটের ব্যাটারি শেষ হয়ে গিয়েছে। এমনকি ইসরোর সঙ্গে মহাকাশযানটির সংযোগও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে দাবি করেছে ওই সূত্র। তাকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে যে, সম্প্রতি একের পর এক গ্রহণ হয়েছে সাত থেকে সাড়ে সাত ঘণ্টা ধরেল চলেছে একেকটি গ্রহণ। এদিকে, স্যাটেলাইটের ব্যাটারিটি এমনভাবে নকশা করা হয়েছিল যাতে সেটি এক ঘন্টা চল্লিশ মিনিট পর্যন্ত চলা গ্রহণ সহ্য করতে পারে। সেই সময়কাল পেরিয়ে যাওয়াতে ...