এক আলোকবর্ষ সমান কত দিন?

    এক আলোকবর্ষ সমান কত দিন
    আলোকবর্ষ প্রতীকী ছবি।

    বন্ধুরা চলে এলাম আপনাদের নতুন কিছু তথ্য দিতে, আলোক বর্ষ বা আলোকবর্ষ হলো একটি দৈর্ঘ্য পরিমাপের একক।যা দিয়ে জ্যোতির্বিদ্যা সম্পর্কিত দূরত্ব মাপা হয়। এক আলোক বর্ষ সমান ৯.৪৬ ট্রিলিয়ন কিলোমিটার বা ৫.৮৮ ট্রিলিয়ন মাইল। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনোমিক্যাল ইউনিয়নের সংজ্ঞা অনুসারে এক আলোক বর্ষ হলো এক জুলীয় বছরে (৩৬৫.২৫ দিন) শূন্য মাধ্যমে আলো যত দূরত্ব অতিক্রম করে সেই দূরত্ব।

    বর্ষ শব্দটি যুক্ত হওয়ার কারণ হচ্ছে, দৈর্ঘ্যের এই এককটি মাঝে মাঝে সময়ের একক হিসেবে ভুল করা হয়। কারণ বর্ষ বা বছর হল সময়ের একক।

    আরও পড়ুন: কোলবালিশ ব্যবহার করা কি জায়েজ, কী হয় কোলবালিশ নিয়ে ঘুমালে?

    ৩ সেকেন্ডে ৯ লক্ষ কিলোমিটার। ১ ঘন্টায় অতিক্রম করে ১০৮০০ লক্ষ কিলোমিটার। ২৪ ঘন্টা বা ১ দিনে অতিক্রম করে ২৫৯২০০ লক্ষ কিলোমিটার । এভাবে আলো এক বছর বা ৩৬৫ দিনে যে পরিমাণ দুরত্ব অতিক্রম করে থাকে তাকে এক আলোকবর্ষ বলে।

    ধন্যবাদ বন্ধুরা 

    একটি মন্তব্য পোস্ট করুন

    নবীনতর পূর্বতন

    যোগাযোগ ফর্ম