কোলবালিশ ব্যবহার করা কি জায়েজ, কী হয় কোলবালিশ নিয়ে ঘুমালে?

    কোলবালিশ ব্যবহার করা কি জায়েজ, কী হয় কোলবালিশ নিয়ে ঘুমালে?
    কোলবালিশ নিয়ে ঘুমের অভ্যাস ছাড়ার দরকার নেই।বরং এই অভ্যাস শরীরের উপকার করতে পারে ছবি।


    কোলবালিশ ব্যবহার করার বিধান

    বন্ধুরা চলে এলাম আপনাদের নতুন কিছু তথ্য দিতে,শরীয়তের বিধান অনুযায়ী কোলবালিশ ব্যবহার করা জায়েজ তথা বৈধ। পুরুষ মহিলা সকলেই কোলবালিশ ব্যবহার করতে পারবে।তবে এর কারণে কোন গুনাহে জড়িয়ে পড়ার আশংকা থাকলে জায়েয হবে না।

    হাদীস শরীফে বালিশের কথা এসেছে,যার উপর ভিত্তি করে কোলবালিশের হুকুম বের করা হয়েছেঃ

    যার সারমর্ম হলো রাসুল সাঃ এর বালিশ চামড়ার ছিলো।তার ভিতর খেজুর গাছের ছাল ভর্তি করা ছিলো

    বর্তমান যামানায় অনেকে যুবক যুবতীরা একাকি ভাবেই রাতে ঘুমায়,তখন তার কাছে কোলবালিশ থাকলে অনেক সময়েই সেটা গুনাহের দিকে ধাপিত করে।তাই গুনাহের দিকে ধাপিত হওয়ার আশংকা বোধ করলে কোলবালিশ ব্যবহার করা জায়েজ হবেনা। 

    আরও পড়ুন: ২০২২ সালের সূর্যগ্রহণ কবে? কয়টি ও কি কি কাজ করতে হবে?

    কী হয় কোলবালিশ নিয়ে ঘুমালে

    ঘুমানোর সময় কোলবালিশ নিয়ে ঘুমানোর অভ্যাস আছে অনেকের। এটি এমনই এক অভ্যাস যা সহজে ছাড়ানো যায় না। অনেকে এ নিয়ে মজা করলেও প্রকৃতপক্ষে কোলবালিশ নিয়ে ঘুমানোর উপকারিতা আছে। এমন তিনটি উপকারিতা জেনে নিই ঃ-
    ১। দু’পায়ের মাঝে কোলবালিশ নিয়ে শুলে ঘুমের সময়েও মেরুদণ্ড থাকে স্বাভাবিক ভঙ্গিতে। গবেষণায় দেখা গিয়েছে যে, ঘুমের সময়ে অঙ্গভঙ্গি ঠিক না থাকলে পরে নানা ধরনের হাড়ের সমস্যা হতে পারে। কোলবালিশের নিয়মিত ব্যবহার তা থেকে বাঁচতে সাহায্য করতে পারে।

    ২। পিঠের নীচের অংশে ব্যথা আছে, তা হলে সাহায্য করতে পারে কোলবালিশ। কোলবালিশ পায়ের মাঝে থাকলে কোমর ও পিঠের নীচের অংশ যে ভঙ্গিতে থাকে তাতেই আরাম মেলে।

    ৩। ‘সি’ কিংবা ‘টি’-এর মতো বিশেষ আকারের কোলবালিশ ব্যবহার করলে আরাম পাবেন অন্তঃসত্ত্বা। এতে ঘুমের সময়ে মেরুদণ্ড যেমন আরামদায়ক অবস্থায় থাকে তেমনই ঠিক থাকে ভ্রূণের অবস্থান।


    ধন্যবাদ বন্ধুরা 


    একটি মন্তব্য পোস্ট করুন

    নবীনতর পূর্বতন

    যোগাযোগ ফর্ম