সৌর ঝড় ২০২২ পৃথিবীতে প্রভাব পড়বে কতটা, নাসার সতর্কতা শুনলে চমকে যেতে হয়

    সৌর ঝড় ২০২২ পৃথিবীতে প্রভাব পড়বে কতটা, নাসার সতর্কতা শুনলে চমকে যেতে হয়
    সৌর ঝড় ২০২২ প্রতীকী ছবি।


    বন্ধুরা চলে এলাম আপনাদের নতুন কিছু তথ্য দিতে, সম্প্রতি নাসা জানিয়েছে যে, আজ এক সৌর ঝড় আছড়ে পড়তে পারে পৃথিবীর বায়ুমণ্ডলের উপর। এর ফলে পৃথিবীতে কী প্রভাব পড়তে পারে।তা নিয়েও স্পষ্ট জানিয়েছে নাসা।নাসার পক্ষ থেকে বলা হয়েছে যে, এর ফলে গ্রীষ্মের আকাশে আরও বেশি করে আলোকময়তা দেখা যেতে পারে।

    বৈজ্ঞানিকরা জানিয়েছেন যে, সোলার স্টর্ম যখন পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের মধ্যে প্রবেশ করছে তখন একটি বিশেষ পরিস্থিতি তৈরি হয়। তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্র তৈরি হয়। উচ্চ তরঙ্গের রেডিও সিগন্যালের আদান প্রদানও হতে পারে। সন্ধ্যাবেলায় এই ঝড় আছড়ে পড়বে, ফলে নিউজিল্যান্ড, তাসমানিয়া ও দক্ষিণ মেরুর কিছু অংশে এর জেরে উজ্জ্বল আলোকছটা দেখা যেতে পারে।

    আরও পড়ুন: ৫০ বছরে এই প্রথম! সূর্যের এত স্পষ্ট ছবি আগে কখনও আসেনি

    ধন্যবাদ বন্ধুরা  

    একটি মন্তব্য পোস্ট করুন

    নবীনতর পূর্বতন

    যোগাযোগ ফর্ম