Responsive Ad Slot

সূর্যগ্রহণ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সূর্যগ্রহণ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কখন দেখা যায়

কোন মন্তব্য নেই

শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কখন দেখা যায়
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ


হ্যালো বন্ধুরা পৃথিবী, সূর্য এবং চন্দ্র মহাকাশে নিজ কক্ষ পথে অবিরত পরিভ্রমণ কালে  সূর্য চন্দ্র । এবং পৃথিবী এক সরলরেখায় অবস্থান করলে । অর্থাৎ চন্দ্র পৃথিবী এবং সূর্যের মধ্যে অবস্থান কালে কিছু সময়ের জন্য । চন্দ্রের ছায়া পৃথিবীতে পড়লে সূর্যগ্রহণ ঘটে । সাধারণত চন্দ্র পৃথিবী এবং সূর্যের অবস্থানের তারতম্যের কারণে বিভিন্ন প্রকার সূর্য গ্রহণ পরিলক্ষিত হয় । পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, আংশিক সূর্যগ্রহণ, বলয়গ্রাস সূর্যগ্রহণ ।

বা চাঁদ যখন পৃথিবীর কক্ষপথে ঘোরে । তখন তার প্রদক্ষিণ পথে কখনও কখনও চাঁদ এসে পড়ে । সূর্য এবং পৃথিবীর মাঝখানে । তখন তারা থেকে আলোর বিচ্ছুরণ বাধাগ্রস্ত হয় এবং সূর্যের গ্রহণ ঘটে । অন্যভাবে বললে বলা যায়  চাঁদ এই সময় পৃথিবীকে তার ছায়ায় ঢেকে ফেলে ।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

সূর্যের পূর্ণগ্রাস গ্রহণ ঘটে যখন সূর্য পৃথিবী এবং চাঁদ এমন একটি অবস্থানে আসে । যখন চাঁদ সূর্যের আলোকে সম্পূর্ণভাবে ঢেকে দেয় । তখন কয়েক সেকেন্ডের জন্য বা কখনও কখনও এমনকি কয়েক মিনিটের জন্যও হয় । আকাশ এতই অন্ধকার হয়ে যায় যে মনে হয় সেটা রাতের আকাশ ।

নাসা জানিয়েছেন, যে মহাজাগতিক একটা সমন্বয় ঘটলেই একমাত্র সূর্যের পূর্ণ গ্রহণ সম্ভব হয় । সূর্য চাঁদের তুলনায় ৪০০ গুণ চওড়া এবং চাঁদ পৃথিবী থেকে যত দূরে সূর্য তার চেয়ে আরও ৪০০ গুন বেশি দূরে থাকে । এই ভৌগলিক অবস্থানের অর্থ হল  চাঁদ সূর্য ও পৃথিবী যখন একই লাইনে একেবারে সঠিক জায়গায় আসে । সেই সময় সূর্য পুরোপুরি ঢেকে যায় এবং সূর্যের পূর্ণগ্রাস গ্রহণ হয় ।

র্বিজ্ঞানীরা  জানিয়েছেন, পৃথিবী পৃষ্ঠে যে লাইন বরাবর চাঁদের ছায়া পড়ে তাকে বলা হয় পূর্ণ গ্রাসের পথ । আর এই ছোট পথের মধ্যেই পুরো অন্ধকার নেমে আসার চোখ দেখানো প্রক্রিয়াটি দেখা যায় । যে অংশে আলোর উৎস পুরো ঢেকে যায় । ছায়ার সেই ঘন অন্ধকারাচ্ছন্ন অংশকে লাতিন ভাষায় বলে আমব্রা । এই পথের দুপাশে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত গ্রহণ দেখা যায় আংশিকভাবে ।

সূর্যপুরো অন্ধকারে ঢেকে যাবার এই পথ । থেকে পৃথিবীতে আপনার অবস্থান যত দূরে হবে  তত আপনি দেখবেন ।সূর্যের অপেক্ষাকৃত ছোট অংশ চাঁদে ঢাকা পড়েছে । আর গ্রহণ কতক্ষণ থাকবে সেটা নির্ভর করে সূর্য ও পৃথিবীর অবস্থান ওপর । পৃথিবী থেকে চাঁদের অবস্থান আর পৃথিবীর কোন্ অংশ অন্ধকারে ঢেকে যাচ্ছে সেটা ওপর ।  তত্ত্বগতভাবে সূর্যের গ্রহণ সর্বোচ্চ ৭ মিনিট ৩২ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হতে পারে । বলেছেন চিলের এই জ্যোতির্বিজ্ঞানী ।

আমরা সবা অনেক সময় ভাবি সূর্যগ্রহণ বেশ বিরল একটা প্রক্রিয়া বা ঘটনা । তা কিন্তু নয় । প্রতি প্রায় ১৮ মাস অন্তর সূর্যগ্রহণ হয় । যেটা আসলে খুবই বিরল সেটা হল একই স্থান থেকে সূর্যের পূর্ণগ্রাস গ্রহণ দেখতে পাওয়া যায় না । ঠিক একই জায়গা থেকে সূর্যের পূর্ণ গ্রহণ দেখা যায় গড় হিসাবে প্রতি ৩৭৫ বছরে একবার ।


Don't Miss
© all rights reserved
made with by templateszoo