পোস্টগুলি

Britain লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Britain In Space: অর্থনীতিকে চাঙ্গা করতে, ব্রিটেনের বহু দ্বীপেও হচ্ছে মহাকাশ বন্দর

ছবি
অর্থনীতিকে চাঙ্গা করতে, ব্রিটেনের বহু দ্বীপেও হচ্ছে মহাকাশ বন্দর। ফাইল ও ছবি । হ্যালো বন্ধুরা  পেটের দায়ে রকেটের উপর ভরসা বাড়াতে চলেছে ব্রিটেন । বিশেষ করে দু’টি দেশ  ইংল্যান্ড আর স্কটল্যান্ড । সঙ্গী হচ্ছে ব্রিটেনের ছোটখাটো কয়েকটি দ্বীপও । আগামী বছর থেকে শুরু হবে । টানা দু’বছর ধরে কোভিডের ঝড়ঝাপ্‌টা রুখতে বিভিন্ন সময়ে নানা পর্যায়ে লকডাউন চলায় ব্রিটেনের অর্থনীতি বেশ ধাক্কা খেয়েছে । গ্রিনহাউস গ্যাসের নির্গমন দ্রুত কমানোর লক্ষ্যে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের তেল ও প্রাকৃতিক গ্যাস শিল্পও বিপদের মুখে।  বহু মানুষ চাকরি খুইয়েছেন গত দু’বছরে । শিক্ষিত তরুণ বেকারের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে । এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে রকেট উৎক্ষেপণ মহাকাশ গবেষণা ও ভ্রমণের নতুন নতুন ক্ষেত্র নির্বাচন শুরু হয়ে গিয়েছে  ব্রিটেনে। আগামী বছরই  প্রথম ব্রিটেনের মাটি থেকে কোনও উপগ্রহের উৎক্ষেপণ হতে চলেছে তা জানানো হয় । ব্রিটেনের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর । আগামী বছর থেকে রকেট ও উপগ্রহ উৎক্ষেপণ মহাকাশ গবেষণা ও ভ্রমণের নতুন নতুন ক্ষেত্র নির্বাচন নিয়ে জোরকদমে মাঠে নামছে ইংল্যান্ড ও স্কটল্যান্ড...