মিল্কিওয়ের কোথায় আছে ভিনগ্রহীরা ?
কেন্দ্রস্থলের আশেপাশেই ভিনগ্রহীদের এমন বহু সভ্যতা থাকতে পারে ছবি । প্রাণের অস্তিত্বের সন্ধানে মানুষ আমাদের সৌর মন্ডল এবং তার বাইরে দূর মহাকাশে নজরে কি আসছে । মিল্কিওয়ের ছায়াপথের কোথায় হতে পারে ওই সমস্ত ভিনগ্রহীদের খোজ । তা নিয়ে চলছে গবেষণার আর এবার পথ দেখালেন বিজ্ঞানীরা । হ্যাঁ বন্ধুরা, খুব দূরে নয় আমাদের ব্রহ্মান্ডে আমাদের মিল্কিওয়ে ছায়াপথে রয়েছে ভিনগ্রহীরা ।ছায়াপথের কেন্দ্রস্থলের আশেপাশেই ভিনগ্রহীদের এমন বহু সভ্যতা থাকতে পারে । ভিনগ্রহীরা যে সভ্যতা গুলো প্রযুক্তির দিক থেকে আমাদের এই মানব সভ্যতার থেকেও অনেক গুন এগিয়ে । মার্কিন অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি বা ESA একটি গবেষণা পত্রে প্রকাশীত এই খবর দিয়েছেন ।মিল্কিওয়ের ছায়াপথে ভিনগ্রহীদের সভ্যতাগুলোর সভাব্য ঠিকানা খুঁজে বের করতে বিভিন্ন টেলিস্কোপ ও উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে ।মহাকাশে পাঠানো তথ্যের ভিত্তিতে কম্পিউটার সিমুলেশন করেছিলেন আমেরিকার পেন্সিল স্টেট ইউনিভার্সিটির এক্সট্রাটেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্ট অধিকর্তা ও তার সহযোগী বিজ্ঞানীরা । গবেষণা থেকে ...