প্রথমবার 5G স্যাটেলাইট মহাশূন্যে পাঠাল এলন মাস্কের SpaceX, রেকর্ড গড়বে এবার ইন্টারনেট স্পিড
5G স্যাটেলাইট রেকর্ড গড়বে এবার ইন্টারনেট স্পিড ছবি। ওয়েস্টার্ন ডেটা সায়েন্স: বর্তমানে 5G ইন্টারনেট পরিষেবা আলোচনার তুঙ্গে। ইন্টারনেটে সেকেন্ডেই সব কাজ হয়ে যাবে।তাই ইন্টারনেটে নিয়ে মানুষেরও আগ্রহের শেষ নেই। আর তার মধ্য়েই টেলিকম কোম্পানিগুলিও হাত ধুয়ে লেগে পড়েছে সব জায়গায় 5G ইন্টারনেট পরিষেবা চালু করতে। কিন্তু এলন মাস্কের কোম্পানি স্পেসএক্স কিন্তু এই সব থেকে বেশ অনেকটাই এগিয়ে। সারা বিশ্বে 5G ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য মহাকাশে ২৫০টি স্যাটেলাইটের 5G Satellite একটি নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। ২৫০টি 5G স্যাটেলাইট কারা তৈরি করেছে? আর এই অবিস্মরণীয় কাজটি করেছে এলন মাস্কের কোম্পানি স্পেসএক্স। তারা প্রথমবারের মতো, 5G ইন্টারনেট পরিষেবা প্রদানকারী স্যাটেলাইটগুলিকে পৃথিবীর নীচের কক্ষপথে চালু করেছে। এই সব স্যাটেলাইট তৈরি করেছে স্যাটেলিওট কোম্পানি Sateliot। এর নাম দেওয়া হয়েছে গ্রাউন্ডব্রেকার। এই স্যাটেলাইটগুলির ওজন ১০ কেজি। তাদের অফিসিয়াল নাম স্যাটেলাইট-0। পৃথিবীর নীচের কক্ষপথে এই জাতীয় ২৫০টি স্যাটেলাইট স্থাপন করা হয়েছে। যাতে তারা সরাসরি মাটিতে অবস্থিত টাওয়ারগুলির সঙ্...