Responsive Ad Slot

চন্দ্রগ্রহণ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চন্দ্রগ্রহণ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

খন্ড গ্রাস চন্দ্রগ্রহণ কাকে বলে

কোন মন্তব্য নেই

শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

খন্ড গ্রাস চন্দ্রগ্রহণ কাকে বলে
খন্ড গ্রাস চন্দ্রগ্রহণ

হ্যালো বন্ধুরা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ জানতে হলে, আগে চন্দ্রগ্রহণ সম্পকে জানতে হবে । চন্দ্রগ্রহণ হয় যখন চাঁদ আর সূর্যের মাঝখানে থাকে পৃথিবীর অবস্থান । পৃথিবী তখন আলোর উৎস বন্ধ করে দেয় ফলে চন্দ্রগ্রহণ হয় । চন্দ্রগ্রহণের সময় আমরা দেখি চাঁদের পিঠে পৃথিবীর ছায়া পড়ে । আইএসির একটি প্রশিক্ষণ পুস্তিকায় বলা হয়েছে, সূর্যগ্রহণ কেমন দেখা যাবে সেটা নির্ভর করছে যে দেখছে তার ভৌগলিক অবস্থানের ওপর ।

কিন্তু চন্দ্রগ্রহণের ক্ষেত্রে ঘটে উল্টোটা ।পৃথিবীর যে কোন জায়গা থেকে এই গ্রহণ দেখা যাবে । যদি গ্রহণের সময় চাঁদ দিগন্তের উপরে উঠে আসে । যে সূর্যগ্রহণে  গ্রহণের বিভিন্ন পর্যায় নির্ভর করে যে দেখছে । তার ভৌগলিক অবস্থান অনুযায়ী চন্দ্রগ্রহণে কিন্তু আপনি কোথায় আছেন সেটা বিবেচ্য হয় না । সব জায়গা থেকে গ্রহণের পর্যায় গুলো একই ভাবে দেখা যায় ।

চন্দ্রগ্রহণ আছে তিন প্ররকার যথাঃ

১। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
২। খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ      
৩। পেনাম্ব্রা চন্দ্রগ্রহণ

আজ আমরা জানবো খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ সম্পকে ।

খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ

চাঁদেরও খণ্ডগ্রাস গ্রহণ হয়ে থাকে ।যখন চাঁদের একটা অংশ পৃথিবীর ছায়ায় ঢেকে যায় ঠিক তখন ।
পৃথিবী চাঁদকে কতটা গ্রাস করে নিচ্ছে তার ওপর নির্ভর করে থাকে । নির্ভর করে হয় গাঢ় লাল আবার মরচে রং বা কাঠ কয়লার রংয়ের ছায়া পড়ে । চাঁদের ছায়ায় ঢাকা অংশে ।

চাঁদের ওপর যখন পৃথিবীর ছায়া পড়ে । ঠিক তখন কোথাও হালকা কোথাও গাঢ় হবার কারণে এরকম দেখতে পা আমরা ।চন্দ্রগ্রহণের সময় পৃথিবী থাকে চাঁদ আর সূর্যের মাঝখানে । ফলে পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন অংশের ভেতর চাঁদ প্রবেশ করে বা পৃথিবীর ছায়া চাঁদকে পুরো বা আংশিকভাবে ঢেকে নেয় ।

নাসা বলছেন, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বিরল কিন্তু খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ ঘটে অন্তত বছরে দুবার হয় ।
আশা করা হচ্ছে আগামীতে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০২২ সালে । ২৮ থেকে ২৯ শে অক্টোবর ২০২২ সালে । এবং তা দেখা যাবে পৃথিবীর বেশির ভাগ জায়গা থেকে । পুরো এশিয়ায়,আফ্রিকা ও ইউরোপে এবং অস্ট্রেলিয়া এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার কিছু কিছু জায়গা থেকে ।আশাকরি সবাই দেখবেন ।
Don't Miss
© all rights reserved
made with by templateszoo