পৃথিবীর কেন্দ্রেও বইছে হাওয়া, আশ্চর্য আবিষ্কারে চাঞ্চল্য বিজ্ঞানী মহলে
পৃথিবীর কেন্দ্রেও বইছে হাওয়া । ফাইল ও ছবি । হ্যালো বন্ধুরা পৃথিবীর উপর দিয়ে যেমন বাতাস বয়ে যায় ঠিক তেমনই পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্রের মধ্যেই বইছে বাতাস । এক নতুন গবেষণায় এমনই চাঞ্চল্যকর দাবি করলেন বিজ্ঞানীরা । সম্প্রতি আমেরিকায় ভূগর্ভে দেড় হাজার কিলোমিটার দীর্ঘ পথ খুঁজে পেয়েছেন গবেষকরা । আর তখনই খোঁজ মিলেছে ওই বায়ুস্রোতের । ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের একটি জার্নালে প্রকাশিত হয়েছে একটি এই সংক্রান্ত গবেষণাপত্রটি । সেখান থেকে জানা যাচ্ছে যে, মধ্য আমেরিকার পানামা খাল ও পূর্ব প্রশান্ত মহাসাগরের গালাপাগো দ্বীপপুঞ্জের নিচে পৃথিবীর কেন্দ্রীয় স্তরে ১৫০০ কিঃমিঃ ওই দীর্ঘ পথ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা । দেখা গিয়েছে ওই অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে পৃথিবীর আভ্যন্তরীণ পদার্থ । গবেষণাপত্রটির প্রধান লেখক গবেষক ডেভিড বেকার্ট জানিয়েছেন । পৃথিবীর গভীরে যে আগ্নেয় পদার্থ তার সঙ্গে তুলনা করা যায় কোনও জীবের শরীরের। শরীল কেটে গেলে যেমন রক্ত বাইরে বেরিয়ে আসে । ঠিক তেমনই সেই ভাবেই লাভা পৃথিবীর ভূত্বকের উপরে বেরিয়ে আসে । এই গবেষণায় তাঁরা সন্ধান পেয়েছেন এমন এক ধরনের লাভার ...